• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

যোগাযোগ

সিংগাইরে পাকা ব্রীজে কাঠের ঢাকনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৩

সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে কাঠের তালি দিয়ে ঝুঁকি পূর্ণ ব্রীজ দিয়ে চলাচল করছে অন্তপক্ষে সাত গ্রামের লোকজন । ব্রীজের দক্ষিণ পাশের ভয়ংকর দুইটি গর্ত কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে । এযেন সোনার নৌকায় কাঠের গলুই। দীর্ঘ দিন ধরে ব্রীজের দক্ষিণ পাশে ঢালাই উঠে গিয়ে বড় বড় ম্যানহুলে পরিনত হয়েছে । স্থানীয় লোক জন দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাঠ দিয়ে আটকিয়ে পথচারী দের যাতায়াতের ব্যবস্থা করেছেন । দীর্ঘদিন ধরে এ সেতটি সংস্কার কিংবা মেরামতের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে গেছে ।
সরেজমিনে দেখা গেছে, ব্রীজের কংক্রিট ঢালাই উঠে গিয়ে রড পর্যন্ত বের হয় গেছে। পশ্চিম পাশের রেলিং ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে আছে । সেতুর পাঠাতনের ঢালাই উঠে গিয়ে লোহা বের হয়ে গেছে অনেক আগেই । পিলারের উপরের অংশ ফাঁটল ধরেছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই ঝুঁকি পূর্ণ গর্ত কাঠ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এ ঝুঁকি পূর্ণ সেতু দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতায়ত করে থাকেন । এছাড়া প্রতিদিন শতশত হ্যালোবাইক, ভ্যান, মোটর সাইকেল এ ভাংগা ব্রীজ দিয়ে চলাচল করে থাকে । ঐ কাঠের ঢাকনার ফাঁক দিয়ে ছাত্র ছাত্রীদের পা গিয়ে ঘটতে পারে দূর্ঘটনা। বিশেষ করে গর্ভবতী মহিলা ও বয়স্ক লোকজনের চরম ভোগান্তির শিকার হতে হয় ।
বাহাদিয়ে গ্রামের হ্যালো বাইক চালক জালাল বলেন যাত্রী নিয়ে এ জোড়া তালির ব্রীজ দিয়ে আতংকে পার হই। ব্রিজ টি ভাল করা জরুরি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads